গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের মেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা স্থানীয় মেরুয়া চাঁদতারা ক্রীড়া সংঘকে তিন এক গোলে হারিয়ে খিরাটি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ২৫ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) এবং পরাজিত দলকে ১৮ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) দেওয়া হয়।
রউফ ওভারসীস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এর পৃষ্টপোষকতায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম হোসেন আরজু, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম ভুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।