ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।কর্মসূচি থেকে এই ধরনের মব জাস্টিস প্রতিহতের আহ্বান জানান আয়োজকরা। সেই সাথে পাহাড়ে অস্থিতিশীল হওয়ার ঘটনায় সুষ্ঠ তদন্তের আহ্বান জানান বক্তরা।
বক্তারা বলেন,সরকার পতনের পর দেশে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। দেশের সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে অনেকে হতাহত হচ্ছে। মন্দির, মাজার ভাঙা হচ্ছে। মানুকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের এক যুবককে নৃসংশভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব মব জাস্টিস বন্ধ না করা হলে দেশ আগামীতে অরাজকতার দিকে চলে যাবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কঠোর হস্তে এগুলো দমন করতে হবে বলে জানান বক্তরা। এ সময় বক্তব্য রাখেন রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাসহ রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদের সদস্য সচিব নাজমুল হোসেন প্রমুখ।