ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বিক্রম রাঠোর। ভারত জাতীয় দলের সাবেক এই ব্যাটিং কোচ মাঝে নিউজিল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফেও ছিলেন কিছুদিন। এবার ফিরছেন আইপিএলের কোচিংয়ে। কিছুদিন আগেই রাজস্থানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে। এবার ব্যাটিং কোচ করা হয়েছে রাঠোরকে। দ্রাবিড় এবং রাঠোর এর আগে একসঙ্গে কাজ করেছেন ভারত জাতীয় দলের কোচিং স্টাফে। এবার রাজস্থানে আবারও এই জুটির কাজ করার পালা। প্রায় পাঁচ বছর ভারত জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর। শুরুতে প্রধান কোচ রবি শাস্ত্রীর পর রাহুল দ্রাবিড়ের সাথে কাজ করেছেন রাঠোর। মাঝে নয়ডায় আফগানিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচের জন্য নিউজিল্যান্ডের ব্যাটিং পরামর্শক হয়েছিলেন তিনি। যদিও ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এবার দায়িত্ব পেলেন রাজস্থানের ব্যাটিং কোচের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পরই শেষ হয়েছে ভারতের সাথে রাহুল দ্রাবিড়ের চুক্তি। কোচিং স্টাফের বাকি সদস্যদের মত সেখানেই শেষ হয় রাঠোরের চুক্তিও। ভারত জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গৌতম গম্ভীরকে। নতুন গন্তব্যে আইপিএলের কোচিংয়ে ফিরেছেন দ্রাবিড়। এখানেও সাথে পাচ্ছেন রাঠোরকে। এর আগেও আইপিএলে কোচ হিসেবে কাজ করেছেন রাঠোর। আগে পাঞ্জাব কিংসের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। এ ছাড়া হিমাচল প্রদেশের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেও কাজ করেছেন বিক্রম রাঠোর।