দেশে বেকারত্ব মহামারি নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাহেব বাজার জিরোপয়েন্টে, বাংলাদেশ যুব অধিকার পরিষদ,রাজশাহী মহানগর ও জেলার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন "দয়ানয় কর্ম চাই,বাঁচার মতো বাচতে চাই" যুব সমাজের মুক্তির জন্য তাদের ৭ দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেওয়ার আহ্বান জানান।
যুব অধিকার পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুব ছাত্র অধিকার পরিষদ সভাপতি মুরশেদুল ইসলাম, যুব অধিকার পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ইঞ্জি: মোঃ রাজিব হোসেন প্রমুখ।