দয়া নয় কর্ম চাই, বাচার মতো বাঁচতে চাই এই স্লোগানে দেশে বেকারত্ব মহামারি নিরসনে ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রংপুর প্রেসক্লাবে সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তরুনদের স্হান শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন বিষয়কে ৭ দফা প্রস্তাবনাকে গুরুত্ব দেয়ার আহবান জানান। মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে টাউনহলের উদ্দেশ্যে র্যালি বের করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কাদের আনসারি শিমুলের সঞ্চালনায় রংপুর জেলা গণদেধিকার পরিষদের আহ্বায়ক শেরে খোদা আব্দুল্লাহ ও সদস্য সচিব আশিকুর রহমান আশিক। জেলা যুবদ অধিকার পরিষদের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান পলাশ, খাদেমুল আরিফ যুব অধিকার পরিষদের সদস্য সাকিব নবী সহ অনেক।