ভূরুঙ্গামারীতে উপজেলা ছাত্র দলকে জড়িয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভূরুঙ্গামারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসাইন,যুগ্ন আহবায়ক রেজাউল করিম, মাইদুল শেখ,সেলিম মিয়া ও সদস্য জাহাঙ্গীর আলমসহসহ আহবায়ক কমটির অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তব্যে দাবী করা হয় গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নামসর্বস্ব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে “ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদে উদ্দেশ্য প্রণোদিতভাবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য জাহাঙ্গীর আলমকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে। যার ফলে উপজেলা ছাত্রদলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তারা প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে,ঘটনার সাথে তারা জড়িত নন বলে দাবী করেন। সংবাদ সম্মেলনে বলা হয় উপজেলা ছাত্রদলের নিস্ক্রিয় কয়েকজন নেতা কর্মী উপজেলা ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এবং শীর্ঘই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।