প্রেম মানে না কোন বাঁধা। মানে না সাদা কালো। প্রেমের কাছে হার মানে অর্থবিত্ত ও বংশ। প্রেমিকের হাত ধরে পালিয়ে বিয়ে করে তার প্রমাণ দিলো কলেজ ছাত্রী সরাইলের মরিয়ম। মরিয়ম প্রেমের টানে প্রথমবার পরিবার ও বাড়ি ছেড়ে প্রেমিক রাজুর বাড়িতে চলে আসে। রাজুর পিতা মাতা বুঝিয়ে মরিয়মকে তার মায়ের কাছে দিয়ে আসেন। এর ৭ দিন পরই মরিয়ম বাড়ি থেকে পালিয়ে রাজুর হাত ধরে উধাও। স্বেচ্ছায় আদালতে এফিডেভিটের মাধ্যমে তারা দু’জন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মরিয়মের পিতা রফিক মিয়া বাদী হয়ে প্রেমিক রাজু ও পিতা মাতার বিরূদ্ধে অপহরণের অভিযোগে আদালতে মামলা করেছেন। যদিও মরিয়ম বলছে, অপহরণ নয়। আমি রাজুকে ভালোবাসি। রাজু আমার স্বামী। সরজমিন অনুসন্ধান ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার টিঘর গ্রামের রফিক মিয়ার মেয়ে মরিয়ম। আর চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের মো. মিজান মিয়ার ছেলে রাজু। রাজুরা দীর্ঘদিন ধরে সরাইল সদরের ছোট দেওয়ান পাড়ায় ভাড়া বাসায় থাকে। দীর্ঘদিন পূর্ব থেকেই রাজু ও মরিয়মের প্রথমে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। এক সময় এই প্রেম গভীর হয়। একে অপরকে পেতে ব্যাকুল হয়ে ওঠে। ভয়ে কেউই পরিবারকে বলতে পারেনি। ভালবাসার টানে মরিয়ম গত ২ সেপ্টেম্বর সোমবার রাতে বাড়ি থেকে পালিয়ে রাজুদের বাড়িতে চলে আসে। বিষয়টি স্বাভাবিক ভাবে নেননি রাজুর পিতা মাতা। তারা রাতেই মরিয়মকে বুঝিয়ে তার মায়ের কাছে দিয়ে আসেন। পরে তারা পুলিশকেও বিষয়টি জানিয়েছেন। এর আগে একবার মনের দু:খে নিজের হাত কেটে ফেলেছিল মরিয়ম। রাজুকে ভালবেসে বাড়ি ছাড়ার দায়ে পরিবারের সদস্যরা মরিয়মকে মারধর করেন। কিন্তু তাতেও থামেনি মরিয়মের ভালবাসার গতি। বরং আরো বেড়ে যায়। গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিজ বাড়ি টিঘর থেকে পালিয়ে ৩ কিলোমিটার দূরে সরাইল সদরে রাজুর কর্মস্থলে ছুটে আসে মরিয়ম। তারা দু’জন একে অপরের হাত ধরে পাড়ি দেয় অজানার উদ্যেশ্যে। পরের দিন ১১ সেপ্টেম্বর বুধবার তারা দু’জন মোকাম ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ে ‘শুভ বিবাহের হলফনামা’র মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ওদিকে মেয়ে পালিয়ে যাওয়ায় ক্ষুদ্ধ হয়ে রফিক মিয়া রাজুর ভাড়া বাসায় হাজির হয়ে মিজান মিয়া ও তার স্ত্রীকে দায়ী করে হুমকি ধমকি দিতে থাকেন। বিষয়টি প্রতিবন্ধী মিজান মিয়া সরাইল থানাকে মৌখিক ভাবে অবহিত করেন। মেয়ে অপহরণের অভিযোগে থানায় মামলা করতে ব্যর্থ হন রফিক মিয়া। নিস্পত্তির জন্য সামাজিক সালিস সভার ব্যবস্থা করে সভায় আসেননি রফিক মিয়া। গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত (২) এ মো. রফিকুল ইসলাম বাদী হয়ে রাজু ও তার পিতা মাতার বিরূদ্ধে মরিয়মকে অপহরণের অভিযোগ করে পিটিশন (১৯৩) করেছেন। আদালত জেলা গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত অপহৃতা মরিয়ম বলেন, ‘অপহরণ নয়। উত্যক্ত ও ডিস্টার্ব নয়। আমি রাজুকে প্রচন্ড ভালবাসতাম। পরিবার জানত না। রাজুকে পেতে আমি তাদের বাড়িতে চলে আসছিলাম। রাজুর মা বাবা আমাকে বাড়িতে দিয়ে আসেন। আমার পরিবার আমার উপর শাররীক ও মানসিক নির্যাতন করে। জোর করে অন্যত্র বিয়ে দিতে চাইত। তাই আবারও আমি স্বেচ্ছায় পালিয়ে এসে রাজুকে বিয়ে করেছি। রাজু আমার স্বামী। দয়া করে আমার স্বামীকে কোন ধরণের হয়রানি করবেন না।’ মো. মরিয়মের পিতা মো. রফিকুল ইসলাম বলেন, আমার নাবালক মেয়েকে কলেজে যাওয়া আসার পথে রাজু উত্যক্ত ও কুপ্রস্তাব দিত। সবশেষে মা বাবার সহায়তায় দলবল নিয়ে কলেজে যাওয়ার পথে জোর পূর্বক অপহরণ করেছে রাজু। এখন পর্যন্ত মেয়ের কোন সন্ধান পায়নি। আমি আমার মেয়েকে ফেরৎ চাই।