নীলফামারীর কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রউফের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক শিক্ষার্থীরা। ওই অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে মাঠে নামে কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন শিক্ষকরাও। তারা অধ্যক্ষের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে দিয়েছে অভিযোগ। তারা বলেন,অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই একের পর এক মনগড়া সিদ্ধান্ত, অদূরদর্শিতা ও নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন বিতর্কিত। এটির তীব্রতা পায় আওয়ামীলীগ সরকার ৮ আগস্ট ২০১৮ সালে কলেজটিকে সরাসরি সরকারীকরণ করায়।
অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরও স্থানীয় রাজনৈতিক একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় স্বপদে বহাল আছেন তিনি। এখনও তাঁকে রক্ষায় একটি মহল নানা দপ্তরে দৌড়ঝাঁপ করছে। তবে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ কর্মচারিদের দাবি বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে রাষ্ট্র সংস্কার হচ্ছে, এবার এই দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুর রউফও ছাড় পাবেন না। কলেজের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী অভিযোগ করে বলেন, অধ্যক্ষ আব্দুর রউফ অদৃশ্য ক্ষমতার বলে কলেজে একক নিয়ন্ত্রণ ব্যবস্থা কায়েম করছেন। কেউ প্রতিবাদ করলে তাকে শারিরিক ও মানসিকভাবে লাঞ্চিত করা হতো। কলেজের ৫৩ জন শিক্ষক-কর্মচারির জাতীয়করণে অর্ন্তভুক্তী থাকার কথা থাকলেও এদের মধ্যে যারা এক লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত অধ্যক্ষকে দিয়েছে তাদের হয়েছে (সরকারী) জাতীয়করণ। পরবর্তীতে বাদপড়া ২৭ জন শিক্ষক-কর্মচারি কেউ জমি বিক্রি বা বন্ধক রেখে, কেউবা সুদে, ধার দেনা করে অধ্যক্ষের হাতে টাকা দেন। কিন্তু এ পর্যন্ত তাদের (সরকারী) জাতীয়করণ হয়নি। এখন তারা হতাশার মধ্যে রয়েছেন।
অধ্যক্ষ উপকমিটি ছাড়াই কলেজের সংস্কার কাজ করে ভুয়া বিল-ভাউচার দিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। করোনাকালীন সময় ২০২০-২০২১ শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ায় শিক্ষাবোর্ড থেকে বোর্ড ফি'র টাকা ফেরত আসে। কিন্তু সেই টাকা শিক্ষার্থীদের ফেরত না দিয়ে পুরো টাকা তিনি আত্মসাত করেন। এ ছাড়া ভর্তি বাণিজ্য, রসিদ ছাড়াই শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যক্তিগত কাজে ও বাসার কাজে ব্যবহার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট কর্তনসহ অসংখ্য অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে কলেজে সংবাদ সংগ্রহে কয়েকজন সংবাদকর্মী গেলে অধ্যক্ষ আব্দুর রউফ তার লোক দিয়ে আব্দুল আজিজ মুসা ও সাহিনুর রহমান এদের দুইজনকে এক লাখ টাকা করে ফেরত দেন। এ সময় তাঁরা অধ্যক্ষের কাছে টাকা ফেরত পাওয়ার কথা স্বীকার করেন। অভিযোগের বিষয়ে অধ্যক্ষ আব্দুর রউফ বলেন,অভিযোগ ভিত্তিহীন,তবে টাকা ফেরত দেওয়ার কথা বললে তিনি কোন উত্তর দেন নাই। এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের সভাপতি মৌসুমি হক বলেন,অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। অনিয়ম প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।