বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ওই মতবিনিময় সভার আয়োজন ছিল। এতে সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জেলা আহবায়ক সীমার পারভিন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, মশিউর রহমান ডিগ্রী কলেজের মাসুদুর রহমান চৌধুরী ও বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। সভায় চাকুরী জাতীয়করণের দাবী জানানো হয়। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জেলা আহবায়ক সীমার পারভিন জানান, আগামী ২৩ সেপ্টেম্বর নীলফামারী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।