খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) লক্ষ্মীছড়ি ইউনিটের উদ্যোগে বিশাল বিকেষাভ মিছিলি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে মিছিলটি বানরকাটা হাসপাতাল এলাকা থেকে বের হয়ে বেলতলী পাড়া, উপজেলা ও থানা সদও অতিক্রম কওে বাজার øোকায় যেতে চাইলে জনপ্রতিনিধির হস্তক্ষেপে উল্টো ফেরত এসে উপজেলা মাঠে সংকিব্ষপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আপ্রুসি মারমা ও জয় চাকমা। এ সমাভেশ থেকে শনিবার সকাল ৬টা হতে ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এ সময় বক্তারা খাগড়াছড়ি ও র্ঙাগামাটিতে হামলা ও খুনের বিচার দতাবি করেন। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা, খুন ও বিহার-ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। দলটি ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়।