নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরটি ১৯৭৭ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য কাজ শুরু করা হয়,যা চলমান রয়েছে। তবে কাজ শুরুর সময় জিয়াউর রহমানের উদ্বোধনী নামফলক স্থানান্তর করা হয়। সেই নাম ফলক পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এর পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি দিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া।
গত ১০ সেপ্টেম্বর দেওয়া চিঠিতে বলা হয়,সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং রেনোভেশন এবং এক্সটেনশন কাজ করার সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম কর্তৃক বিমানবন্দর উদ্বোধন নাম ফলকটি স্থানান্তর করার প্রয়োজনীয়তা দেখা দিলে তৎকালীন বিমানবন্দর ব্যবস্থাপক ফলকটি নিরাপদ স্থানে স্থানান্তর করেন। আগে এটি বহির্গমন গেট বরাবর যে স্থানে ছিল সে স্থানটি বর্তমানে নতুন টার্মিনালের বহির্গমন কনকোর্স হলের প্রবেশ পথ। চিঠিতে বলা হয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মুখে নাম ফলকটি বিমানবন্দর সম্মুখ গেট বরাবর পুনঃস্থাপনের জন্য দাবি জানিয়েছেন।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালির রক্ত-ঘামে এ বিমানবন্দর তৈরি করিয়ে নেয় পাকিস্তানি সেনারা। সে সময় বাঙালিদের আটকে রেখে ও নির্যাতন চালিয়ে বিমানবন্দরটি তৈরি করিয়ে নেওয়া হয়। পাকিস্তানি সেনারা মূলত রসদ ও গোলাবারুদ পরিবহনের জন্য বিমানবন্দরটি নির্মাণ করে। পরে ১৯৭৭ সালের জুলাই মাসে বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে সৈয়দপুর হচ্ছে একটি ব্যস্ততম বিমানবন্দর। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বার্ষিক মূল্যায়নে সৈয়দপুর বিমানবন্দরটি সেরা হিসেবে স্বীকৃত। বিগত সরকার সৈয়দপুর বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কাজ শুরু করে।
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে দেশের সব বিমানবন্দরের চেয়ে বড় হবে। স্থানীয়রা জানান, বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে এর নাম শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়া অথবা তার ছোট ভাই শেখ রাসেলের নামে করার একটা আলোচনা ছিল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তার পরিবারের নামে এই বিমানবন্দরের নামকরণ করা হলে তা কেউই মেনে নেবে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিমানবন্দর উদ্বোধন করেছিলেন। তার নাম ফলকই পুনঃস্থাপন করতে হবে।