পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কাউখালী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র সিনিয়ার যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য কাউখালী সরকারি কলেজের সাবেক ভিপি শাফিউল আজম দুলাল, কাউখালী উপজেলার সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, আর টিভি জেলা প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদ, রতন কুমার দাস, এনামুল হক, হাসান হাফিজুর রহমান বাদল, রফিকুল ইসলাম রফিক, হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিক।
অনুষ্ঠানের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপি'র আহ্বায়ক এস এম আহসান কবির বলেন, ভালো লোক রাজনীতি করলে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে, দুর্নীতিমুক্ত দেশ হবে। তিনি আরো বলেন কাউখালীতে বরাদ্দকৃত টাকার কাজ হয়নি। উন্নয়নের নামে লুটপাট হয়েছে। উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক। আপনাদের লেখার মাধ্যমে সঠিক ও সত্য সংবাদ আশা করি। আপনারা অনিয়ম ও দুর্নীতি নিউজ জাতির সামনে তুলে ধরুন।