কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৪৩টি কিন্ডার গার্টেন স্কুলের নির্বাচন শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পৌরসভা চাইল্ড ফেয়ার কিন্ডার গার্টেন স্কুলের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদলের সহযোগিতায় এই নির্বাচনটি হয়। এই প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আবু মোঃ আশরাফ উদৌলা। এই খানে মোট ভোটার সংখ্যা ৪৩টি থাকলেও ৪২টি ভোট প্রদান করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হন মোস্তাক আহম্মেদ দাদা ভাই, সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন কিরন, অর্থ সম্পাদক আব্দুল হেলিম তালুকদার হেলাল। ৮টি পদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। দুটি পদে প্রার্থি না থাকায় এই নির্বাচন হয়নি।