রাজশাহীর তানোরে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে দিনব্যাপি আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৮টিমের মধ্যে ফাইনালে ০-১ গোলে কলমা ইউনিয়নকে হারিয়ে চাম্পিয়ান হয়েছে বাধাইড় ইউনিয়ন। উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। তানোর উপজেলা ছাত্রদল আহ্বায়ক মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান। গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম সাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা,
গোদাগাড়ী পৌর বিএনপির সদস্য কোলাম কিবরিয়া প্রমুখ। এ সময় তানোর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি সমর্থক ও ক্রিড়াপ্রেমী উৎসুখ জনতা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্নৃতি ধরে রাখতে তানোর উপজেলা ছাত্রদল ও তানোর পৌর ছাত্রদলের আয়োজনে তানোর উপজেলার ৭টি ইউনিয়নসহ মু-মালা পৌর ছাত্রদলের সম্মন্নয়ে ৮টি ফুটবল টিমের একদিন ব্যাপি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।।