নাটোরের সিংড়ায় ডিগ্রি ছাড়া এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেয়ার অপরাধে এস.এম হান্নান নামের এক ব্যক্তিকে লাখ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কালিগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদন্ড করা হয়। এছাড়াও একই বাজারের ঔষধের দোকান ও মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়াম স্যাম্পল রাখা সহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে আরো ছয়টি মামলায় এক লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড করেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম আলমাস, ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মিতা রায় প্রমূখ।