দেশের কয়েক জেলায় মাজারে হামলা ঘটনা ঘটেছে। সম্প্রতি ঢাকা, সিরাজগঞ্জ, গাজীপুর, নোয়াখালী, সিলেট, শরীয়তপুরসহ আরও কয়েক জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা সত্যিই দুঃখজনক। দুষ্কৃতকারীরা ভিন্ন উদ্দেশ্য নিয়ে এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একদল লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে আক্রমণ করে এবং ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হামলাকারীদের ঠেকাতে গিয়ে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন। অন্তর্বর্তী সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্নীতির লাগাম টেনে ধরতে নানা পদক্ষেপ নিয়েছে। বিভক্তির বদলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষমতার পালাবদলের সময় পুলিশ ও জনপ্রশাসনে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তা স্বাভাবিক অবস্থায় আসতে শুরু করেছে। এসব ইতিবাচক পরিস্থিতির পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাজার, খানকা বা পীরের আস্তানা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, তা খুবই দুর্ভাগ্যজনক। একশ্রেণির মানুষ কোথাও কোথাও মাজার-খানকা গুঁড়িয়ে দিয়েছে। আবার কোথাও গানবাজনা না করার বিষয়ে মাজার কর্তৃপক্ষের কাছ থেকে জোরপূর্বক অঙ্গীকার আদায় করে নিচ্ছে। কোনো অজুহাতেই কোনো ধর্মীয় স্থাপনায় হামলার সুযোগ নেই। এ ধরনের কর্মকা-- নিজ নিজ ধর্মীয় বিশ্বাসচর্চার যে সুযোগ নাগরিকদের রয়েছে, তার পরিপন্থি। যাঁরা এসব কাজ করছেন, তাঁরা আইন ভাঙছেন। সংশ্লিষ্টদের অনেকের অভিযোগ, এসব মাজার-খানকায় মাদক সেবনসহ নানা অসামাজিক ঘটনা ঘটে। আমরা বলতে চাই, আইনবিরোধী কিছু কোথাও ঘটলে, সেটা দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আইন নিজের হাতে তুলে না নিয়ে থানা-পুলিশকে অবহিত করাই হচ্ছে এই সমস্যার প্রতিকারের পথ। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমরা সম্প্রীতির দেশ হিসেবে থাকব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘিœত করার যেকোনো প্রচেষ্টা নির্দ্বিধায় কঠোরভাবে দমন করা হবে।’ প্রতিটি মাজার-খানকা ও অন্যান্য ধর্মীয় স্থানের নিরাপত্তা নিশ্চিতে সরকার অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে এটাই সকলের কাম্য। ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।