আশাশুনি সরকারি কলেজে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নবী (সঃ) উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলীর সভাপতিত্বে ও আহ্বায়ক প্রভাষক মোঃ আবদুল মালেকের নির্দেশনায় প্রভাষক মোঃ আসমাতুল্লাহর পরিচালনার আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আলহাজ্ব মোঃ ছহিলউদ্দীন, আলহাজ্ব ক্যাপ্টেন ইছহাক আলী, প্রভাষক সজল কুমার আঢ্য, প্রভাষক মোঃ রবিউল ইসলাম, প্রভাষক মোঃ মিজানুর রহমান, প্রভাষক মোঃ জহরুল ইসলাম, প্রভষক মো বাকীবিল্লাহ প্রমুখ। এ ছাড়া কেরাত, হামদণ্ডনাত, রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।