দেশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও জশনে জুলুসে হামলা ও মাজার, খানক্বা শরীফ, মাদ্রাসা ও মসজিদে ভাঙচুরের তীব্র নিন্দা এবং প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত লিয়াজোঁ কমিটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা। আহলে সুন্নাত ওয়াল জাম’আত হাটহাজারী উপজেলার সভাপতি মাওলানা মীর হাসানুল করিম (মা.জি.আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন জননেতা সেকান্দর মিয়া। বক্তব্য রাখেন:- আলহাজ্ব হারুন সওদাগর, সৈয়দ হাফেজ আহমদ, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাওলানা রফিকুল ইসলাম, নাছির উদ্দীন রুবেল প্রমুখ। বক্তারা বলেন, ব্রাক্ষণবাড়ীয়ার কসবা এবং বিজয়নগরের দৌলতবাড়ী, ফেনী, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) জুলুসে হামলা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। দিনে দুপুরে পুলিশের উপস্থিতিতে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এ ধরনের হামলা বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। কোরআন-হাদিসের আলোকে প্রমাণিত, যুগে যুগে পালিত হয়ে আসা মিলাদুন্নবীর (দ.) জুলুসকে যারা মানতে পারে না, তারা নিশ্চিত শয়তানের দোসর। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত শ্রেষ্ঠতম নিয়ামত প্রাপ্তিতে খুশি না হয়ে বরং তাতে বাধা দেওয়া রাষ্ট্রদ্রোহিতা ও জঙ্গিবাদের শামিল। তারা বলেন, প্রশাসনের ঢিলেঢালা মনোভাবের কারণে ঈদে মিলাদুন্নবীর মতো পবিত্র ইবাদতে হামলা কোনো সচেতন নাগরিক মেনে নিতে পারে না। রাসুলের প্রতি প্রেমের নমুনা হিসেবে এমন আয়োজন করে থাকেন সাধারণ মুসলমানেরা। এহেন পবিত্র কর্মে বাধা এবং হামলা স্বাধীনতার ওপর হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। যারা এ ধরনের কাজ করছে, তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে বাধাগ্রস্থ করার জন্য এমন পরিস্থিতি তৈরি করছে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন- মাওলানা জসীম উদ্দীন আলকাদেরী, মুহাম্মদ জয়নাল, মাওলানা ইসহাক আনসারী, এস.এম. মাহাবুল আলম, আলহাজ্ব কামাল পাশা চৌধুরী, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আবু তালেব আলকাদেরী, মাওলানা নাজিমুল হক আলকাদেরী, মাওলানা এম. ছগীর আহমদ, সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দীন, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা শাহেদুল আলম কাদেরী, মাওলানা রাশেদুল ইসলাম, ডঃ মুহাম্মদ জাহেদ হাসান, মুহাম্মদ শাহেদুল ইসলাম, মোঃ জোনায়েদ আরফাত, মোঃ গিয়াস উদ্দীন, এইচ.এম. জমির, হাফেজ সোলাইমান, মাওলানা আতিক উল্লাহ, পারভেজ মোশাররফ, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ শাহেদ প্রমুখ।