পুলিশের সামনে বসে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে জেলার গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক বাদল ফকির ও তার ছেলে পৌর যুবদল নেতা সোহেল ফকিরকে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালে শষ্যাশয়ী বিএনপি নেতা বাদল ফকির অভিযোগ করে বলেন, দক্ষিণ পালরদী গ্রামের বিরোধপূর্ণ ও মামলা চলমান জমি আওয়ামী লীগ নেতা রেজাউল ফকির এলাকার সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক দখল করে। ওই জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করলে তিনি (বাদল ফকির) থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘর তুলতে বাঁধা প্রদান করেন। এ সময় পুলিশের সামনে বসেই রেজাউল ও তার সহযোগি সন্ত্রাসীরা অর্তকিতভাবে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়। হামলায় বিএনপি নেতা বাদল ফকির, যুবদল নেতা সোহেল ফকির, আরিফ হোসেন ও সোহান ফকির আহত হন। গুরুত্বর আহত বাদল ও সোহেল ফকিরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।