ভোলা - ২ (দৌলতখান - বোরহানউদ্দিন) এলাকার সাবেক এমপি আলহাজ্ব আলী আজম মুকুলের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের মামলা দায়ের করা হয়েছে। সাবেক এমপি আলী আজম মুকুল সহ এমামলায় আরও পাঁচজনকে আসামি করা হয়। গতকাল ১৮ সেপ্টেম্বর বুধবার বোরহানউদ্দিন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক পরাণ আহসান বাদী হয়ে ভোলায় বোরহানউদ্দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইবনে মাসুদ সোহাগ, যুবলীগের কর্মী সবুজ গোলদার, হুমায়ুন গোলদার, নুর নবী, নূুর উদ্দিন ফরাজি। মামলার এজাহার সূত্রে জানাযায়, ২০২৩ সালের ৩ নভেম্বর সাবেক এমপি মুকুলের নির্দেশে কাউন্সিলর ইবনে মাসুদ সোহাগসহ মামলায় উল্লিখিত আসামিরা বাদীকে বোরহানউদ্দিন পূর্ব বাজার সালাম পন্ডিতের দোকানের সামনে থেকে অপহরণ করে। পরে এমপি মুকুলের সাথে মোবাইলে কথা বলে তাকে মারধর করা হয়। এ সময় তার থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। আসামিরা তার ছিনিয়ে নেয়া মোবাইলে ব্যক্তিগত ফেসবুকে প্রবেশ করে বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমসহ বিএনপির গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট করেন তারা। এ ছাড়া এমপি মুকুলের নির্দেশে পাঁচ আসামি বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ভোলা ডিবি পুলিশকে নির্দেশ দেন।