নীলফামারীর সৈয়দপুরে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকান দখল ও মালামাল লুটের অভিযোগ করা হয়েছে। ওই নেতার বিচার চেয়ে ১৮ সেপ্টেম্বর শহরের প্লাজা মার্কেটে লুনা আকতার নামে এক মহিলা সংবাদ সম্মেলন করেছেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, গত পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন এর নেতৃত্বে তার ভাই সাহাবাজ,আব্দুস সালাম মেরাজসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তার দোকান দখলে নেয়। এ সময় দোকানের মালামালগুলো লুট করা হয়। এমন অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এ সময় দোকান মালিক মাসুদুর রহমান লেলিনের স্ত্রী লুনা আকতার, ছেলে ইয়াসীন রহমান অনিক ও শ্বশুর মোঃ লিয়াকত আলী সরকার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়,শহরের নয়াটোলা এলাকার বাসিন্দা মোঃ মাসুদুর রহমান লেলিন। গত ২০১২ সালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে একটি দোকান ঘর ভাড়ায় নিয়ে পাঁচমাথা ফার্মেসী নামে ওষুধের ব্যবসা শুরু করেন। পরবর্তীতে গত ২০১৩ সালে তিনি দোকান ঘরটির মালিক আবদুস সালাম মেরাজের কাছ থেকে নগদ অর্থে পজেশনসহ দোকান ঘরটি ক্রয় করেন। সেই থেকে দোকান ঘরটিতে ওষুধের ব্যবসা করে আসছিলেন। তিনি পৌর হোল্ডিং ট্যাক্স ও রেন্ট পরিশোধ করেন। ক্ষমতার পালাবদল হলে গত ৫ আগস্ট পাশের দোকানদার সাহাবাজ পলিথিন স্টোরের মালিক সাবির আলী আনসারীর ছেলে ছাত্রদল নেতা মোঃ ইমরান ও তার দুই ভাইসহ আরো কিছু লোকজন নিয়ে মাসুদুর রহমান লেলিনের বৈধ মালিকানাধীন ওষুধের দোকান ঘরটি দখলে নেয়। একই সঙ্গে নগদ টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে বলা হয়। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন,সৈয়দপুর ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়। তাদের দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠক করেও তাদের হাত থেকে উদ্ধার করতে পারেনি দোকান ঘরটি। এমনকি লুটপাটকৃত মালামালও ফেরত দেওয়া হয়নি। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে লেলিনের স্ত্রী লুনা আকতার গত ১২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেছেন বলে জানান। এ সময় আরো বলা হয়,পরিবারের একমাত্র আয়ের উৎসের প্রধান অবলম্বন দোকানঘরটি। সেটি বেদখল হয়ে যাওয়ায় ভুক্তভোগী পরিবারটি আয- রোজগার বন্ধ হওয়ায় পথে বসেছে। এতে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে ছেলে মেয়ের পড়ালেখা। বর্তমানে তারা চরম সংকটে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের একমাত্র অবলম্বন দোকানঘরটি দখলমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।