বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( পদ স্থগিত) শামা ওবায়েদ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় বিএনপিকে সুসংগঠিত করতে হবে। বুধবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ চত্বরে নগরকান্দা- সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন। তিনি আরো বলেন এই মুহূর্তে অন্য দলের নেতা কর্মী কে বিএনপিতে নেওয়া যাবে না। যারা ১৭ বছর হামলা- মামলা, জেল জুলুম মোকাবেলা করে বিএনপিতেই আছে তাদেরকে দিয়েই বিএনপিকে সুসংগঠিত করতে হবে। অনুপ্রবেশ কারীরা বিএনপিতে মিশে বিএনপির ক্ষতি করতে পারে। নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু,নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস,সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ প্রমুখ।