র্যাব-পুলিশ-পিবিআই-সিআইডিদের কাছে ধর্না দিতে দিতে ক্লান্ত হয়ে হালছাড়ার উপক্রম। এখন সাংবাদিকের কাছে বল্লেই কি হবে? না বল্লেই কি হবে? এমন একটি হত্যার খবর মিডিয়াতেও খুব একটা আসেনি। জামালপুরের মেলান্দহ উপজেলার বহুল আলোচিত সেনা সদস্য আ: সালামের স্ত্রী শাহিনা বেগম হত্যা রহস্য উদঘাটন না হওয়ার ক্ষোভে বিলাপ করছিলেন নিহতের স্বজনরা। গত ১১ সেপ্টেম্বর সকাল ৮/৯টার দিকে দুরমুঠস্থ নিজ বাসায় শাহিনার হাত-পা-মুখ বাঁধা নগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। শাহিনা একাই বাসায় থাকতেন। খবর পেয়ে পুুলিশ-সিআইডি-সেনা-র্যাব-পিবিআইয়ের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সিআইডির ক্রাইম সিন এবং পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে পাঠায়। ময়না তদন্ত শেষে পরদিন স্বজনরা শাহিনার লাশ পিত্রালয় মলিকাডাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করেছে। নিহত শাহিনার পিতার নাম সফর উদ্দিন ওরফে গুইন্দে শেখ। স্বামী আ: সালাম সালাম চট্রগ্রামের রামু সেনানিবাসে কর্মরত। তাদের ঘরে দুই সন্তান আছে। এ ঘটনায় শাহিনার ভাই মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করেন। বাদি মঞ্জুরুল জানিয়েছেন, শাহিনা হত্যাকারিরা বাসা থেকে স্বর্ণালঙ্কার-নগদ অর্থ-মোবাইলসহ প্রায় লাখ টাকার মালামাল নিয়েছে। হত্যা মামলার কুল কিনারা না পেয়ে হতাশায় আছি। স্বামী আ: সালাম অশ্রুসজল কন্ঠে বলেন-আমার জানামতো এমন কোন শত্রুও নেই। তবে প্রতিবেশি এক ব্যক্তি এবং আমার নিকটজনের মধ্যে আরেকজনের সাথে বিরোধ ছিল। তিনি আরো জানান-১০ সেপ্টেম্বর দিবাগত রাতে আমার বড় মেয়ে কলেজ পড়-য়া সায়মা আক্তার (১৭)’র সাথে রাত পৌনে ৯টার দিকে মোবাইলে সর্বশেষ কথা হয়। মোবাইলে কথা বলার সময় তার মা (শাহিনা)’র পাশে কয়েকজনের হইচই শব্দ আঁচ করতে পেরে বাসায় কে আসছে? জানতে চাইলে শাহিনা জবাব দিয়েছে পাশের বাসা থেকে তোমার আন্টিরা আসছে। ওই সময় শাহিনা তার মেয়ে সায়মাকে (সায়মা ঢাকায় কলেজের আবাসিক ছাত্রী) বলেছে, আমি হয়ত বাঁচবো না। তোমার ভাই সোয়াইব হোসেনকে (৯) দেখে রেখো; বলেই ফোন কেটে দেয়। সালাম-শাহিনা দম্পতির ছোট ছেলে সোয়াইব মেলান্দহ জামেয়া হুছাইনিয়া মাদ্রাসায় শিশু শ্রেণির আবাসিক ছাত্র। তার আগে আমিও স্ত্রী শাহিনার সাথে প্রতিদিনের ন্যায় ফোনে কথা বলেছি। মামলার আইও এসআই তোফায়েল আহম্মেদ জানান-ক্লুলেস মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। পুলিশের পাশাপাশি র্যাব-সিআইডি-পিবিআই তদন্ত করছে। অগ্রগতির বিষয়ে আগেই কিছু বলা ঠিক হবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ নির্ণয় করা যাবে।
অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ জানিয়েছেন, সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য-উপাত্ত’র সত্যতা যাচাই বাছাই করা হচ্ছে। আরো কিছু লোকজনদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। আশা করছি একটা সুফল পাবো। হত্যা এবং অপরাধিদের পালিয়ে যাওয়ার ধরণ দেখে মনে হচ্ছে-নিকটজন কিংবা পরিচিতজন জড়িত। অথবা নিহত ব্যক্তির সম্মতিতে বা জ্ঞাতসারে কোন উপায়ে অপরাধিরা বাসায় প্রবেশ করেছিল। আরো কিছু বিষয় সামনে রেখে আমরা এগুচ্ছি। যাতে নিরপরাধ কেও হয়রানির শিকার না হন।