দলীয় শৃংখলঅ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো.নাসির মুন্সিকে বহিস্কার করেছে জেলা বিএনপি।এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল হান্নান এবং সদস্য সচিব আলহাজ সিরাজুল ইসলামস সিরাজ স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।চিঠিতে বলা হয়,সুষ্পষ্ট প্রমান সাপেক্ষে মানুষকে হুমকি,ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকা কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলঅর বিএনপির যুগ্ম সম্পাদক মো.নাসির মুন্সিকে পদ থেকে বহিস্কার করা হয়েছে। এব্যাপাওে আশুগঞ্জ উপজেলঅ বিএনপির সভঅপতি হাজী মো.শঅহাজাহান সিরাজ কোন মন্তব্য করতে রাজি হননি।সাধারণ সম্পাদক ফোনে বলেণ, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো.নাসির মুন্সিকে বহিস্কার করার বিসযটি আমি জনেছি।তবে আমার মনে হয় বিষয়টি আরো গভীরে তদন্ত করার প্রয়োজন ছিল। আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো.নাসির মুন্সি এ বিষয়ৈ বলেন,আমি শুনেছি।এব্যাপারে আমি পরে মন্তব্য করব। জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সিরাজুল ইসলামস সিরাজ,দলীয় শৃংখলঅ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদের কোন ছাড় নাই।এ বিষয়ৈ হাই কমান্ডের কঠোর নির্দেশনা রয়েছে।