পাবনার সুজানগরে নাবী পাটবীজ উৎপাদন বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে এবং উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন তথা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১‘শ জন পাট চাষী অংশ নেয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেন সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, পাবনা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মোঃ আবদুল হালিম ও পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। প্রশিক্ষণ পরিচালনা করেন সুজানগর উপজেলা উপণ্ডসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসরাফিল হোসেন।