পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া হাটের জায়গা আস্তে আস্তে বেদখল হয়ে যাচ্ছে। বিশেষ করে হাটটি সরকারিভাবে ইজারা না দেওয়ায় স্থানীয় প্রভাবশালী লোকজন হাটের বেশিরভাগ জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করছে। তবে সরকারিভাবে হাটটি না বসালেও এখনো প্রতিদিন এক দেড়‘শ লোক নিয়ে হাটটি বসছে। স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন ১৪শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত ভাটপাড়া হাটটি একসময় বেশ জমজমাট ছিল। সে সময় সরকার হাটটি ইজারা দিয়ে মোটা অংকের টাকা রাজস্ব আয় করতেন। কিন্তু কালের পরিক্রমায় আশপাশে বড় বড় হাট-বাজার গড়ে ওঠায় ছোট্ট ওই হাটটিতে লোক সমাগম একদম কমে যায়। ফলে ১৯৯৬সাল থেকে হাটটি সরকারিভাবে আর ইজারা দেওয়া হয়না। আর সেই সুযোগে কতিপয় প্রভাবশালী লোকজন হাটের বেশিরভাগ জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করচে। এদের মধ্যে অনেকে আবার ওই হাটের জায়গায় গবাদি পশুর খাবারের গুরা নির্মাণ করেও ভোগদখল করছে। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন হাটটি সরকারিভাবে ইজারা দেওয়া না হলেও বর্তমানে সপ্তাহে ৬দিন অল্প পরিসরে বসছে। তবে জায়গা দখল হয়ে না গেলে হয়তো আরো বেশি লোক হতো। এলাকাবাসী হাটের জায়গা দখলমুক্ত করে আবার সরকারিভাবে ইজারা দিয়ে আগের মতো বসানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন আশপাশে বড় বড় হাট-বাজার গড়ে ওঠায় বর্তমানে ওই হাটে একদম লোক হয়না। সেকারণে ইজারা দেওয়া বন্ধ রয়েছে। তবে হাটের জায়গা বেদখল হওয়ার বিষয়টি আমার জানা নেই। ঘটনা সত্য হলে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।