নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মাদ্রাসা। এ মাদ্রাসায় কয়েকটি বিভাগে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। এখান থেকে শিক্ষা নিয়ে তারা দেশে বিদেশে বিভিন্ন স্থানে সুনামের সাথে কর্মরত থেকে জীবিকা নির্বাহ করছেন। বুধবার সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসার প্রধান ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এটির শুভ উদ্বোধন করেন ওই মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা হারুন রেয়াজী। এ সময় মহাপরিচালক বলেন,তিল তিল করে মাদ্রাসাটি গড়ে তোলা হয়েছে। আজ এ মাদ্রাসা অত্র এলাকার একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। আর এর পিছনে অবদান সৈয়দপুরবাসীর। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সিনিয়ার শিক্ষক মাওলানা আবদুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব হাফেজ জামিউল ইসলাম, আবু সরকার, রাশেল সরর্দার,মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষার্থীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।