আশাশুনি উপজেলার বুধহাটায় দলিত প্রান্তিক সুবিধা বঞ্চিত নারী ও কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সংস্থার কর্মকর্তা মনিশংকর হালদার, প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, প্রোগ্রাম অফিসার শিউলী সরকার। সমাবেশে ৪০০ সুবিধা বঞ্চিত নারী ও কিশোরদের মাঝে শীতকালীন সবজী বীজ বিতরণ করা হয়।