রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) উপাঁচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলী। বুধবার (১৮ সেপ্টেম্বর) এ সক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে রঅধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর বা উপাঁচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশ ক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলাম। অধ্যাপক ড. শওকত আলীর বাড়ী রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার ৮ নংওয়ার্ডের পচাকান্তর গ্রামে। তিনি পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও পীরগঞ্জ সরকারি শাহ আবদুর রউফ কলেজ থেকে এইচএসসি পাস করেন।