বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় সরকারের অধীনে জেলা ও উপজেলার ইউনিয়ন পরিষদ গুলো কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। ইউনিয়ন পরিষদ গুলোতে জন্ম সনদ, মৃত্যুর সনদ, ওয়ারিশান সার্টিফিকেট, নাগরিক সনদ ও ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছিল সাধারণ মানুষ। দেশের অন্যান্য এলাকার মতো গাজীপুরের কাপাসিয়ার ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানগন ৫ আগস্ট এরপর সকলেই গা ঢাকা দিয়ে আছে। এতে করে সাধারণ মানুষদের ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সেবা পেতে দুর্ভোগ পোহাতে হয়। ইউনিয়ন পরিষদ গুলো থেকে সকল ধরনের নাগরিক সেবার ভোগান্তি থেকে পরিত্রাণ দিতে ১৫ সেপ্টেম্বর রোববার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করেন। অফিস আদেশ থেকে জানা যায়, সকল ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানগণ অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিদ্যমান এই পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল সেবা দ্রুততার সাথে প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের আদেশের প্রেক্ষিতে উপজেলায় কর্মরত কর্মকর্তাগণ দিয়ে ইউনিয়ন পরিষদ গুলো জন্ম ও মৃত্যু নিবন্ধ কার্যক্রম ত্বরান্বিত করতে কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে একটি অফিস আদেশ জারি করেছেন। কোন ইউনিয়নে কোন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, সিংহশ্রী ইউনিয়ন পরিষদের দায়িত্বে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম। রায়েদ ইউনিয়নের দায়িত্বে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী। টোক ইউনিয়নে দায়িত্বে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব রোস্তম। উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এজাজ মিয়া রয়েছেন বারিষাব ইউনিয়নে দায়িত্বে। ঘাগটিয়া ইউনিয়নে দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানজিদা আমিন। সনমানিয়া ইউনিয়নে দায়িত্বে উপজেলা সমবায় কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সেন কড়িহাতা ইউনিয়নে দায়িত্বে। তরগাঁও ইউনিয়নে দায়িত্বে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম ফাতেমা। উপজেলা সদরের কাপাসিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে পেয়েছেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনির হোসেন। চাঁদপুর ইউনিয়নের দায়িত্বে উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম চৌধুরী ও দুর্গাপুর ইউনিয়নের দায়িত্বে উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবায়ের আলম। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতির ফলে ইউনিয়ন পরিষদের সেবা পেতে ভোগান্তি সৃষ্টি হয়। সাধারণ মানুষকে পরিত্রান দিতে সরকারি নির্দেশে এ আদেশ দেয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার থেকে জারীকৃত এ আদেশ কার্যক্রম শুরু হয়েছে।