গাজীপুরের কাপাসিয়াতে পরিবেশ দূষণ রোধ করতে ও শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন করেছে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলা শহর ও বিভিন্ন বাজারে ময়লা আবর্জনা ফেলার জন্য প্লাস্টিকের ড্রাম স্থাপন করেছেন তারা। কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা জানান, ড্রামগুলো কাপাসিয়া শহর ও রাওনাট বাজারে আপাতত দেওয়া হয়েছে। ড্রামগুলো আমাদের কাপাসিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করবে। পর্যায়ক্রমে উপজেলার সকল বাজার ও গ্রামে আমরা ময়লা ফেলার জন্য ড্রাম স্থাপন করবো। শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের শিক্ষার্থীরা বলেন, ৮০টি প্লাস্টিকের ড্রাম আমরা বিভিন্ন বাজার ও কাপাসিয়া শহরে স্থাপন করেছি। কাপাসিয়া বাজারের ব্যবসায়ীরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে। ময়লা ফেলার ড্রামগুলো এসব রোধ করবে।
কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন বলেন, আমাদের কাপাসিয়া বাজারে আগে ময়লা আবর্জনা নিদিষ্ট স্থানে ফেলার কোনো ব্যবস্থা ছিলোনা। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আমাদের বাজারে ময়লা সংরক্ষণের জন্য ড্রাম দিচ্ছেন। তাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একে এম লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা স্ব-উদ্যোগে ময়লার ড্রামগুলো বসাচ্ছেন। কাপাসিয়াতে তো কোনো পৌরসভা নেই। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়, তবে বাজারের ময়লাগুলো ঠিকমতো পরিস্কার হয়না। তাই তারা বিভিন্ন মোড়ে মোড়ে প্লাস্টিকের ড্রাম বসাচ্ছে। যারা ময়লা সংগ্রহ করে রাখবে, তারা পরবর্তীতে এই ড্রামগুলো থেকে নিয়ে যাবে।’ শিক্ষার্থীদের সঙ্গে ময়লা ফেলার ড্রাম স্থাপন শেষে কাপাসিয়া কাঁচাবাজার, মাছ বাজার, কাঁচামালের আড়ত মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। মনিটরিং কার্যক্রমে সহায়তা করেন ছাত্র সমাজের প্রতিনিধি গণ ও আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা, বিল্লাল হোসেন প্রমুখ।