পদায়নের ঠিক এক মাস পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানার নয়টি থেকে নতুন অফিসার ইনচার্জদের (ওসি) পদায়ন ও দুই থানার ওসি রদবদল করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা শাখায় (ডিবি) ও মেট্রোকোর্টসহ সব মিলিয়ে ১৫ পুলিশ পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। আরএমপি কমিশনার হিসেবে মোহাম্মদ আবু সুফিয়ান যোগদানের এক সপ্তাহের মধ্যে এক অফিস আদেশে তাদের রদবদল করলেন। তথ্যটি নিশ্চিত করে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আরএমপির ডিসি সদর বলেন, এই পদায়ন ও রদবদলের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ ছাড়া মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জারীকৃত অফিস আদেশটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি। এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় তৎকালীন আরএমপি কমিশনার বিপ¬ব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে আরএমপির ১২ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছিল। এরপর গত ৭ সেপ্টেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করেন উপণ্ডপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি যোগদানের ঠিক এক সপ্তাহের মধ্যে নতুন আদেশে আবারও রদবদল করলেন। নতুন এ আদেশে ওসি হিসেবে যাদের বদলি করা হয়েছে তারা হলেন- পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মেহেদী মাসুদকে বোয়ালিয়া মডেল থানায়, মো. আশরাফুল ইসলামকে রাজপাড়া থানায়, মো. মতিয়ার রহমানকে চন্দ্রিমা থানায়, মো. আবদুল মালেককে মতিহার থানায়, মো. আবদুল মতিনকে কাটাখালি থানায়, মো. মাহবুব আলমকে শাহ্্ মখদুম থানায়, মো. মনিরুল ইসলামকে হিসেবে পবা থানায়, মো. কামাল হোসেনকে হিসেবে কাশিয়াডাঙ্গা থানায় ও মো. হাসানুজ্জামানকে কর্ণহার থানায় নতুনভাবে পদায়ন করা হয়েছে। এদিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি এসএম মাসুদ পারভেজ ও পবা থানার ওসি জাহাঙ্গীর আলমকে মেট্রোপলিটন কোর্টে বদলি করা হয়েছে। আর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বর্তমান ওসি মো. মশিউর রহমানকে নগর বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছে। একই আদেশে নগর বিশেষ শাখার (সিটিএসবি) পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম ও মো. আবদুল আলীমকে নগর গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে। এ ছাড়া আরএমপির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মঞ্জুরুল কবিরকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপণ্ডপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, আরএমপির সেবা জনগনের দৌড় গড়ায় পৌঁছে দিতে আমাদের নতুন কমিশনার স্যার এমন সিদ্ধান্ত নিয়েছেন। আশা করছি, খুব শিঘ্রই তার প্রতিফলন ঘটবে।