কথায় কথায় চাকুরী ছাঁটাই বন্ধ করো, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরিসহ চাকুরীর নামে চরম প্রহসন ও বৈষম্য দূর করে চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে রংপুরে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নগরীর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে উপ¯ি’ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফারিয়া কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ বেলাল আহমেদ। এ সময় উপ¯ি’ত থেকে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সভাপতি আখেরুজ্জামান, রংপুর মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক মহসীন আলী, যুগ্ন সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, জেলার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, পীরগঞ্জ থানার সভাপতি আবদুর রশীদসহ রংপুর জেলা, মহানগর, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা তাদের দাবি প্রসঙ্গে বলেন, কথায় কথায় চাকুরী ছাঁটাই বন্ধ করতে হবে, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে, দ্রব্য মূল্যের উর্দ্ধগতির সাথে সামঞ্জস্য রেখে টিএডিএ নির্ধারণ করতে হবে, সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি দিতে হবে, সার্ভের নামে সকল ধরনের প্রেসক্রিপশনের ছবি তোলা বন্ধ করতে হবে, নিদিষ্ট কর্মঘন্টা দিতে হবে এগুলো আমাদের দাবি আমরা চাই আমাদের দাবিসমূহ যৌক্তিক তাই যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো পর্যালোচনা করে নীতিমালা তৈরি করতে হবে। আমাদের দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবিগুলোন আদায় করা হবে।