মুন্সীগঞ্জের সিরাজদিখানে মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি গ্রামে জাল দলিল সৃজন করে ভুয়া নামজারি দিয়ে জমি দখল চেষ্টা এবং হুমকি ধামকি ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইটালি প্রবাসী রুবেল উদ্দিনের পরিবার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাকালদি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রুবেল উদ্দিন প্রবাসে থাকায় সম্মেলনে তার ভাই রাসেল, টুটুল ও শ্যালক সাজিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। প্রবাসী রুবেল তার পিতা মোঃ খবির উদ্দিন হতে ওয়ারিশ এবং অনান্য ওয়ারিশগণ হতে মোট ২৮.৮৮ শতাংশ জমি মালিক হয়ে দোকান ঘর নির্মান করেন। অন্য দিকে তার ভগ্নিপতি বোনের ওয়ারিশ এবং অনান্য মালিকগণ হতে ক্রয় সুত্রে ২০.৪৩ শতক জমির মালিক হন। কিন্তু ভুয়া নামজারী এবং জাল দলিল সৃজন করে ৪২ শতাংশ জমির মালিকানা দাবি করে সম্পূর্ণ জমি তার দখলে নিতে চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। নামজারীর বিরুদ্ধে আদালতে রেকর্ড সংশোধন মামলা দায়ের করেন রুবেল উদ্দিনের পরিবার, যা চলমান আছে। তার ভগ্নিপতি প্রভাবশালী হওয়ায়, রুবেল উদ্দিন ও তার পরিবারকে মেরে ফেলার হুমকী দিচ্ছেন। থানায় অভিযোগ করতে গেলে তা পুলিশ আমলে নেয় নি। জাহাঙ্গীর আলমের অভিযোগের প্রেক্ষিতে ২ বার নির্মাণ কাজ বন্ধ করেছে পুলিশ। পরে জাহাঙ্গীর পুলিশকে তার কাগজপত্র না দেখানোর কারণে নির্মাণ কাজে আর বাধা দেয় নাই পুলিশ। এরপর জাহাঙ্গীর আলম মরিয়া হয়ে, বিভিন্ন প্রভাব শালী ব্যাক্তিদের মাধ্যমে কাজ বন্ধসহ ঘর ও জায়গা দখল করে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। এসব কারণে পরিত্রাণ পেতে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামণা করেছেন প্রবাসী রুবেল উদ্দিনের পরিবারের লোকজন।