বুধবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহাজাদপুর বিওপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৬৬ বোতল ফেন্সিডিল এবং বেনাপোল বিওপি’র টহলদল কর্তৃক বেনাপোল-যশোর মহাসড়কে ১ টি যাত্রীবাহী বাস তল্লাশিকালীন পরিত্যাক্ত ব্যাগ হতে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ৩০৪ বোতল ফেন্সিডিল আটক করে। এছাড়াও আমড়াখালী চেকপোষ্ট কর্তৃক বিসমিল্লাহ পরিবহনের একটি লোকাল বাস (শার্শা হতে বেনাপোলগামী) তল্লাশিকালীন বাসের বক্সে ৩ টি প্লাস্টিকের জারিকেনে ৩৮ লিটার বাংলা মদসহ ১জন আসামি আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।