চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক ব্যক্তিকে ‘ক্রসফায়ারের নামে’ হত্যার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) শহীদুল হকসহ ৫ জনের নামে দায়ের করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এ নির্দেশ দেন। বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু বলেন, আদালত আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে পিবিআইকে। আমাদের বিশ্বাস নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দিবে পিবিআই। নুরুল ইসলাম সেন্টু বলেন, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে জেলার গোমস্তাপুর উপজেলার শিবরামপুরের আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র্যাব-পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। মামলার আসামি তলিকায় বেনজীর আহমেদ, শহীদুল হকসহ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র্যাবের দুই সোর্স মনিরুল ইসলাম টুলু ও মো. মোরশালীনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়। ওইদিন শুনানী শেষে আদালত ১৮ নভেম্বর আদেশের দিন ধার্য করেছিলেন।