চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বুধবার ভোর বেলা ৷ কাঞ্চননগর রেল- ষ্টেশন সংলগ্ন গার্ড পোস্টের সামনে থেকে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। তার নাম রায়হান (২১)। সে কক্সবাজার জেলার পেকুয়াস্হ টাইটং এলাকার ইদ্রিস মিয়ার ছেলে এবং শ্বাস রোগী বলে জানা গেছে। নিহত রায়হান দীর্ঘ সময় ধরে উপজেলার কাঞ্চননগর এলাকায় রাজের কাজ করে আসছিল। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।