উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় কাউখালী বৈষম্য বিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রজেক্ট না মেধা, প্রকল্প নিপাত যাক সরকারি মাধ্যমিক মুক্তি পাক এই স্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল জলিল, কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম গিয়াস উদ্দিন, এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন প্রমুখ। মানববন্ধনের পাশাপাশি শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। বক্তারা বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওয়তায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তীতে আরো কর্মসূচিতে দিতে শিক্ষকরা বাধ্য থাকিবে।