বগুড়ার শেরপুরে গরু চুরি করতে এসে গ্রামবাসীর গনপিটুনিতে আসিফ প্রামানিক (৪০) নামের এক গরুচোর নিহত হয়েছে। এ ঘটনায় গরু চুরির ব্যবহৃত একটি পিকআপ আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত ফজল প্রামানিকের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু ও ভূট্টাসহ বিভিন্ন কিছু চুরি হচ্ছে। গত ৩ দিন আগে শালফা গ্রামে পল্লী চিকিৎসক মকবুল হোসেনের বাড়ি থেকে ২টি গরু চুরি করেছে চোরেরা। ২দিন আগেও শালফা গ্রামে চুরি করতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছে চোরেরা। এ কারণে উদ্বিগ্ন হয়ে গ্রামবাসী রাতজেগে গরু পাহারা দিচ্ছে। এরইমধ্যে গতরাত সাড়ে ৩টার দিকে শুবলী দক্ষিনপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মিজানুর রহমানের বাড়ি থেকে একটি গাভী গরু চুরি করে ধান ক্ষেতের মধ্য দিয়ে পাশে এম কে বি ইটভাটার সাথে রাস্তায় নিয়ে যায়। সেখানে চোরদের রাখা পিকআপে গরুটি তুলতে দেখে গ্রামবাসী। পরে গরু চুরির খবর গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী চোরকে ধাওয়া করে। চুরি করতে আসা ৪জন চোরের মধ্যে ৩জন পালিয়ে যায়। এবং পিকআপ চালক আসিফকে শুবলী স্কুল মাঠে আটক করে গনপিটুনি দিলে সে মারা যায়। চোর আসিফ মারা যাওয়ার আগে তার সাথে থাকা দুজনের নাম বলে যায়, তারা হলো শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার শ্যামল ড্রাইভার যার মোবাইল নম্বর ০১৭৫১৭৫৩০৩৭ ও শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার মো. রকি (০১৮২৭৭০২৩০৪)। স্থানীয়রা আরোও জানান, দিনের পর দিন শুবলীসহ আশেপাশের গ্রামে চুরি হচ্ছে। আমারদের কৃষকের সম্পদ গরু, গরু চুরি হলে আমরা নি:শ্ব হয়ে যাবো এ কারণে আমারা গ্রামবাসী রাতজেগে পাহারা দেয়। রাতে চুরি করতে এসে চোর ধরাপরে গনপিটুনিতে মারা যায়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন জানান, গনপিটুনিতে নিহত আসিফ প্রামানিকের নামে এর আগেও গরু চুরির মামলা আছে। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।