গত ৪দিনের টানা বৃষ্টিতে ফুলতলায় বিলডাকাতিয়া সংলগ্ন এলাকায় গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। ফলে চলাচলের রাস্তাঘাট বাড়ীঘর থেকে শুরু করে খুলনা-যশোর মহাসড়কের বিভিন্ন জায়গাসহ উপজেলা পরিষদ চত্বর পানিতে নিমজ্জিত। তবে মৎস্য ঘের পুুকুর ও সবজি ক্ষেত বিনষ্ট হয়ে আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মৎস্য চাষি ও কৃষকেরা। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমান ৯ কোটি টাকা। কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমী ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়নে বিলডাকাতিয়াসহ আশপাশের মাঠে ২ শ’ হেক্টর জমিতে রুপা আমনের আবাদ করা হয়। এ ছাড়া ৫০ হেক্টর জমিতে কৃষক সবজি চাষ করে। গত ৪দিনের অবিরাম বর্ষনে ধান ও সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়। মঙ্গলবার নতুন করে বৃষ্টি না হওয়ায় ক্ষেতের পানি নামতে শুরু করেছে। তবে রোপা আমন ক্ষেতে ২০ শতাংশ এবং সবজি ক্ষেতের বিশেষ করে লাউ টমেটো শষা বেগুন মরিচ ধেষড়, পুইশাক ক্ষেতের ৮০ শতাংশ বিনষ্ট হওয়ার আংশকা রয়েছে। এর অর্থনৈতিক ক্ষতির পরিমান ২ কোটি ৫৪ লাখ টাকা হতে পারে বলে ধারনা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান বলেন, বিলডাকাতিয়া ও আশপাশ এলাকার ৭ শতাধিক মৎস্য ঘের ও পুকুর অতিবৃষ্টিতে তলিয়ে যায়। ২শ’ ৮০ হেক্টর আয়াতনের এ সকল মৎস্য ঘের ও পুকুরের মাছ বেরিয়ে যায়। এতে ক্ষতির পরিমান প্রায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আলকা, দামোদর, গাড়াখোলা, বসুরাবাদ, পঠিয়াবান্দা, পিপরাইল, ছাতিয়ানী, জামিরা, ঢাকুরিয়া, বেগুনবাড়িয়া, রাড়ীপাড়া, নাউদাঁড়ী, খানজাহানপুর, শিরোমনি, ডাকাতিয়া, মশিয়ালী, বরণপাড়া গ্রামের অধিকাংশই রাস্তা ঘাট, সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কোথাও কোথাও কাঁচাঘর ধ্বসে পড়েছে। সংকট দেখা দিয়েছে গো-খাদ্যে। খুলনা-যশোর মহাসড়কের বিভিন্ন জায়গাসহ উপজেলা পরিষদ চত্বর পানিতে নিমজ্জিত। তবে বিলডাকাতিয়াস্থ অধিকাংশ খালগুলো আশি ফুটের খাল হয়ে ষলুয়া স্লুইস গেট দিয়ে এ অঞ্চলের পানি গিয়ে পড়ে ডুমুরিয়া নদীতে। তবে শৈলমারী স্লুইস গেটের ওপারে পলি পড়ে ভরাট হওয়ায় পানি নিষ্কাষণ ব্যহত হচ্ছে।