পবিত্র ঈদণ্ডই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি মোহাম্মদ হানিফ, প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত. কৃষিবিদ মোছাঃ রাজীয়া সুলতানা, মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতানা, পিআইও মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার রাজু আহমেদ, ইউআরসি ইন্সট্রাকটর রুহুল আমিন, সহকারী অধ্যাপক মাহাবুব হোসেন প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ নিয়াজ মাহমুদ।