টাঙ্গাইলের কালিহাতীতে শান্তা (১৮) নামের এক কলেজছাত্রী ফাঁসি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। শান্তা বল্লা করোনেশন স্কুল এ- কলেজের দ্বিতীয বর্ষের ছাত্রী ছিলেন। উপজেলার বল্লা গোরস্থানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কলেজছাত্রী শান্তা বল্লা গোরস্থানপাড়া গ্রামের শামীম আল মামুনের মেয়ে। স্থানীয়রা জানায়,কয়েক দিন আগে শান্তার পরিবার তার বিয়ে ঠিক করে। কিন্তু, বিয়েতে তার মত না থাকায় তার পরিবার তাকে প্রায় ৩ দিন ধরে একটি ঘরে আটকে রাখে।এক পর্যায়ে সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে কলেজছাত্রী শান্তা সকলের অজান্তে তাদের ঘরের ধন্নার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেন।বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকজন শান্তাকে ফাঁসি থেকে নামিয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কালিহাতী থানার এসআই সাজ্জাদ নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।