রংপুরসহ সারা দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগের আলো। সকল বাঁধা বিপত্তিকে পিছনে ফেলে দৈনিক যুগের আলো ১৭ সেপ্টেম্বর ৩১তম বর্ষ পেরিয়ে ৩২তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শিরিন প্রেসে আয়োজন করা হয় কর্মসূচি। এটির আয়োজন করেন যুগের আলোর সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি মোঃ ওবায়দুল ইসলাম। সৈয়দপুর জসিম বিল্ডিং সংলগ্ন শিরিন প্রেসে নিজস্ব ভবনের নিচ তলায় নানা আয়োজনের মধ্যদিয়ে যুগের আলোর ৩২তম বর্ষপূর্তি উৎসবের শুভ সুচনা করা হয়। প্রথমে যুগের আলোর প্রতিষ্ঠাতা মরহুম রহিম উদ্দিন ভরসার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন সৈয়দপুর ওয়াপদা নতুন হাট মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক। এরপর কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয় হাসিখুশীর মধ্যদিয়ে। এ সময় অতিথিদের মুখে কেক কেটে তুলে দেন প্রতিনিধি ওবায়দুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু,বিশেষ অতিথি হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক নিজু কুমার আগরওয়ালা, আখতারুল ইসলাম মৃধা, নবীন সাংবাদিক অনিক এ মন্ডল, সাবেক ছাত্রনেতা মোস্তাকিম বাবু, ব্যবসায়ি মোকাররম হোসেন, আনোয়ার হোসেন, সামিউল হকসহ অনেকে। বক্তারা বলেন যুগের আলো তার সুনাম ধরে রেখেছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। জনপ্রিয়তা দেশ থেকে দেশের বাইরেও পৌছে দিয়েছে। এটি সম্ভব হয়েছে সম্পাদক ও প্রকাশক মমতাজ শিরীন ভরসার সততা ও দক্ষতার কারণে। যুগের আলো সমাজ,সাংস্কৃতি,শিল্প,সাহিত্য,কৃষির বিষয়ে সংবাদ পরিবেশন করে পাঠকের মনে স্থান করে নিয়েছে। আমরা যুগের আলোর সফলতা কামনা করছি।