বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান একে অপরে ভাই ভাই। বিকৃত চিন্তা ও সাম্প্রদায়িকতা ভুলে অসাম্প্রদায়িকতার সৌহার্দ্য বন্ধনে ধর্মীয় উৎসব পালন করতে হবে। মঙ্গলবার (১৭;সেপ্টেম্বর) আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে জামালপুরে সরিষাবাড়ীতে সনাত্বনী (হিন্দু) সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা বিএনপি'র সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম)।
এসময় শ্রী প্রবীর কুমার পাল (তারক),শ্রী বিকাশ চন্দ্র সাহা (লিটন),গোলাম রব্বানী লেকু,জহুরুল ইসলাম পিন্টু সহ নানা পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।