বরিশালের মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। উপজেলার গাছুয়া ইউনিয়নে সৈয়দা শাহাজাদী বেগম নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আফরোজা বেগম বাদী হয়ে গত ১১ আগস্ট বরিশাল সহকারী জজ আদালতে এ মামলা করেন। গতকাল আদালত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নোটিশ আসলে বিষয়টি জানাজানি হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) গঠনে প্রিজাইডিং অফিসার নিয়োগ না দেওয়া আদালতে মামলা করেছেন বলে জানান প্রধান শিক্ষক। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের দাবি, তদন্ত চলায় সৈয়দা শাহাজাদী বেগম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রিজাইডিং অফিসার দেওয়া হয়নি। প্রধান শিক্ষক হয়রানীর উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছেন।
নোটিশের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১১.৮.২০২৪ তারিখ প্রধান শিক্ষক আফরোজা বেগম বাদী হয়ে বরিশালের মুলাদী সহকারী জজ আদালত মামলা করেছেন। যার নম্বর ৮৪/২০২৪। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং বিদ্যালয় পরিদর্শককে আসামি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম জানান, ম্যানেজিং কমিটির মেয়াদ গত ৪ জুন শেষ হয়েছে। ইতঃপূর্বে তিনবার এডহক কমিটি গঠন হয়েছিলো। বিধি অনুযায়ী নিয়মিত কমিটি গঠনের জন্য গত ৩১ মার্চ প্রিজাইডিং অফিসার নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়। কিন্তু তিনি আবেদন আটকে রাখায় নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন সম্ভব হয়নি। এতে বিদ্যালয়ের ক্ষতি হওয়ায় ইউএনও, শিক্ষা কর্মকর্তাসহ ৪জনের নামে আদালতে মামলা করা হয়েছে।
বিদ্যালয়ের অভিভাবক কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মো. মিলু ব্যাপারী বলেন, বিদ্যালয়টি আগে সৈয়দেরগাও গ্রামে ছিলো। সেখানে শিক্ষার্থী কমে যাওয়ায় কৃষ্ণপুর গ্রামে স্থানান্তরিত হয়। পরে প্রধান শিক্ষক পূর্বের স্থানে বিদ্যালয়টি সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেন। এর অংশ হিসেবে প্রধান শিক্ষক অবৈধভাবে গত বছর ৬ ডিসেম্বর বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করেন এবং চলতি বছর জানুয়ারি মাসে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা বন্ধ করে দেন। পরে শিক্ষক কর্মচারীরা বিষয়টি বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে এবং স্থানীয়রা প্রধান শিক্ষকের অনিয়ম তুলে ধরে কমিটি বাতিলের জন্য আবেদন করেন। শিক্ষাবোর্ড বিষয়টি তদন্ত শুরু করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষাবোর্ডের তদন্ত চলাকালীন প্রধান শিক্ষক নিয়মিত কমিটি গঠনের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগের আবেদন করেছিলেন। তদন্ত শেষ না হওয়ায় প্রিজাইজিং অফিসার নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া পরবর্তীতে শিক্ষাবোর্ড সকল ম্যানেজিং কমিটির বাতিল করেছেন। প্রধান শিক্ষক না বুঝে মিথ্যা মামলা করেছেন।