চিতলমারী উপজেলায় ৫দিনের ভারী বর্ষন ও জোয়ারের পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার বাখরগঞ্জ বাজারের প্রতিটা দোকান ঘরে উপচে পড়া জোয়ারের পানি ডুকে পড়েছে। ঢাকা-বাগেরহাট সড়কে জোয়ারের পানি ডেউ খেলছে। আস-পাশের গ্রামের মধ্যে চিতলমারীর সীমান্তবত্তী বাগেরহাটের নগর মান্দ্রা, সাহসপুর, খিলিগাতী ও চিতলমারীর সন্তষপুর, চৌদ্দহাজারী, নারানখালী, রায়গ্রামসহ অনেক গ্রামের ঘর-বাড়ী প্লাবিত হয়েছে। অতি বর্ষনে এ উপজেলায় ১ কোটি টাকার সৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে উপজেলা মৎস্য অফিসার শেখ আসাদ উল্লাহ নিশ্চিত করেছেন। ১৭ সেপ্টেম্বর দুপুরে সন্তোষপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, জোয়ারে হাঁটু সমান পানি ভেঙ্গে তাদের বিদ্যালয়ে জেতে হচ্ছে। বাখরগঞ্জ বাজারের ব্যবসায়ী ও পথচারীরা জানান, বিষটি একদিনের নয়। বর্ষা মৌসুম আসলেই তাদের দুরবস্থা দেখা দেয়। স্থায়ী নিরসনের বিষয়ে তারা বলেন, স্থানীয় ওয়াবদা বেড়ীবাঁধ উঁচু করা জরুরী এবং স্থানীয় স্লুইজগেট গুলো যাতে এক শ্রেণীর প্রভাবশালীরা জোয়ারের সময় একটা বা দুইটা গেট খুলে দিয়ে মাছ শিকার না করে। পুরো গেটগুলো খুলে দিলে জলাবদ্ধতা অনেকটা কমবে।
এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজ বংশীর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, যে বা যারা, গেট বন্ধ করে মাছ ধরছে, তাদের নাম ও মোবাইল নম্বরের ব্যবস্থা করে দিন।