পাবনার নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সাথে স্থানীয় রাজনীতিবিদ,সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ভাঙ্গুড়া থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। সভায় পাবনার পুলিশ সুপার বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে আমরা আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তাদের অবদান অনস্বীকার্য। এই আন্দোলন নস্যাৎ করতে কিছু স্বার্থান্বেষী পুলিশ অফিসার পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। এর জন্য সব পুলিশ দায়ী নয়। পুলিশ যেন স্বাভাবিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। পুলিশ সুপার বলেন, এলাকার সাম্প্রদায়িক-সম্প্রীতি যেন কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসপি সার্কেল(চাটমোহর) হাবিবুল ইসলাম, ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক,ওসি (তদন্ত) আবদুল করিম,উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন রাজু, সাবেক সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপন, জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারি মাওলানা আলী আজগর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন,উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বরাত,ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, পৌর বিএনপি'র আহ্বায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, পৌর বিএনপি'র সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আবেদ আলী মেম্বর,
পৌর বিএনপি'র নেতা আবুল কাশেম,উপজেলা বিএনপি'র নেতা আহমেদ শরীফ,উপজেলা যুবদলের
সাবেক সভাপতি ফিরোজ আহমেদ,
উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম,যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ,উপজেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির,উপজেলা কৃষকদলের আহ্বায়ক আখিরুজ্জামান মাসুম,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান পান্না,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।