যৌন নির্যাতন ও নারী পাচারের অভিযোগে প্রভাবশালী মার্কিন র্যাপার ও সংগীত প্রযোজক শন ডিডিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে ম্যানহ্যাটন থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ফেডারেল এজেন্টরা গ্রেপ্তার করেছেন ৫৪ বছর বয়সী এই র্যাপারকে। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট। গত বছরের নভেম্বরে যৌনকর্মে ব্যবহারের উদ্দেশ্যে নারী পাচারের অভিযোগ ওঠে শনের বিরুদ্ধে। সে সময় তার বিরুদ্ধে ১০টি যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, শন নারীদের নৃশংস যৌন নির্যাতন করতেন। অভিযোগে আরও লেখা হয়েছে তিনি মাদক গ্রহণে বাধ্য করিয়ে নারীদের যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করতেন। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই র্যাপারকে গ্রেপ্তার করা হয়েছে। শনের আইনজীবী মার্ক আঙ্গিফিলো বলেছেন, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। তার কিছু লুকানোর নেই। তিনবার গ্র্যামি পুরস্কারজয়ী শন ডিডিকে এই সময়ের অন্যতম সফল র্যাপার ও সংগীত প্রযোজক মনে করা হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস