বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার এই ছাত্র-জনতার আন্দোলনের ফসল। এই আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছি। আমাদের দীর্ঘদিনের সংগ্রামের পটভুমিতেই এই আন্দোলনে চূড়ান্ত ফলাফল লাভ করেছে। অর্থ্যাৎ এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। আমাদের বক্তব্য আছে। দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপণ্ডআলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব নেবেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ দেশ এখন নতুন মুক্ত স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা সেখানে কথা বলার সুযোগ পাঁচ্ছি। সমাবেশ করার সুযোগ পাঁচ্ছি। গত কয়েক বছর যাবত বাংলাদেশের জনগণের বুকের উপর হিমালয় পবর্তের মতো ভারী বস্তু চেপে বসেছিল। সেই ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনাসহ তার ৩০০ ভূয়া সংসদের এমপিরা পালিয়ে গেছে। আজ আমরা একটি নতুন বাংলাদেশে আছি। গত ১৬ বছর ধরে খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে তিনিই একমাত্র গণতন্ত্রপন্থী-গণতন্ত্রকামী নেত্রী। তিনি দীর্ঘদিন বিনা কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে কারাবন্দী ছিলেন। প্রিয় নেতা তারেক রহমানকেও বিনা কারণে বিভিন্ন মিথ্যা মামলায় দেশথ্যাগে বাধ্য করা হয়েছিল।
এই গণতন্ত্র আন্দোলনে আমাদের অনেক নেতাকে গুম করা হয়েছে। খুনকরা হয়েছে। ক্রসফায়ার করা হয়েছে। জেল-জুলুম দেয়া হয়েছে। এই বাংলাদেশের সমস্ত্র রাষ্ট্রযন্ত্রকে সুপ্রীম কোর্ট থেকে শুরু করে সমস্ত বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারি সংস্থাসহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে হাতের মুঠোয় নিয়ে শেখ হাসিনা এই দেশে একটি নগ্ন ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছিল। যা হিটলার, মোসলেনি, নমরুদ, চ্যাঙ্গিসখানের মতো তার পিতা শেখ মুজিব যিনি ২৫ শে মার্চ রাতের বেলা পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গেলেন এবং তিনি বলে গেলেন পালিয়ে যেতে। আর সবাই পালিয়ে গেলো।
তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতা নয়, তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন। তার ডাকে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। ফিরে এসছে গণতন্ত্র। সে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। ছাত্র-জনতা তারাই এই মুক্তিযুদ্ধের মূল শক্তি।
মহানগর আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দসহ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে লাখো জনতার শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। হাজার-হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে নগরী মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে।