চট্টগ্রামের হাটহাজারীর হাবিলদার ইয়ার মোহাম্মদ সড়কটি জরুরী ভিত্তিতে জনস্বার্থে সংস্থার, মেরামতের ও উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন ভুক্তভোগী মহল। প্রয়োজনীয় সংস্কারের অভাবে এই সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়েছে।
উপজেলার ১৪ নং শিকারপুর ইউনিয়নের সবেক প্যানেল চেয়ারম্যান এম লোকমান হাকিম জানান, এই ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ডে অবস্হিত হাবিলদার ইয়ার মোহাম্মদ সড়ক। সড়কটি দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার। এই সড়ক দিয়ে পশ্চিম ও দক্ষিণ কুয়াইশ চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচলাইশ, উত্তর চাঁন্দগাও, বাথুয়া ও শিকারপুর ইউনিয়নের বিভিন্ন স্হানের হাজার হাজার লোকজন প্রতিনিয়ত চলাচল করে থাকে। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রয়োজনীয়, সংস্থার, মেরামত ও উন্নয়নের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে করে অসুস্থ রোগী, গর্ববতী মহিলা, বয়স্ক লোকজনকে চিকিৎসক ও হাসপাতালে নেওয়া কস্টসাধ্য হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে প্রবল বর্ষনের ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও বন্যায় এই জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা হয়ে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবী জনগুরুত্বপূর্ণ এই সড়কটি জনস্বার্থে জরুরী সংস্কার, মেরামত ও উন্নয়নের।